IDRA Hot Line : 16130
Click on the buttons inside the tabbed menu:
• Attractive and salient features of the insurance policy ensures
On survival of the Policyowner and child till the end of the term, full Sum Assured (Face Value) with accrued bonuses shall be paid to the Policyowner .
If the Policyowner dies and the Child survives during the term of the policy the following benefits are payable:
* All future premiums will be waived.
* Monthly scholarship benefit is 1% of basic Sum Assured is payable until the
maturity date of the Policy or until the date of death of the Child if earlier
On the date of maturity basic Sum Assured with accrued bonuses are payable.
If the Policyowner survives and the Child dies then following benefits are payable on the date of death of the Child:
Age of Child at death | Amount Payable% of Basic Sum Assured |
---|---|
More than 3 months but not exceeding 6 months | 25% |
More than 6 months but not exceeding 12 months | 50% |
More than 12 months but not exceeding 24 months | 75% |
More than 24 months | 100% |
If both the Policyowner and the Child die during the term basic Sum Assured with accrued bonuses are payable to the nominee (s) at the date of death of the last survivor.
• The policy shall earn paid up (reduced Sum Assured) value and surrender (encashment) value only after it is in-force (active) for at least two years. • Income Tax rebate is applicable against the paid premiums. • Death benefit is also Tax free.
• Payor may be father, mother or any legal guardian of the Child.
• Entry age of Child is from 03 months to 15 years. Maximum age of the Child at maturity would be 25 years. Entry age of payor is from 20 to 60 years.
Maximum Sum assured to be covered under this Policy would be BDT 50, 00,000.
Term of the Policy would be from 10 to 25 years.
• Company’s standardized underwriting rules shall be followed with 30 days grace period option.
Premium are payable annually but can be paid a half-yearly/quarterly/monthly basis as well. In that case the calculations are as follows:-
Half yearly premium = Annual premium x 0.51
Quarterly premium = Annual premium x 0.26
Monthly premium = Annual premium x 0.09
Bank EFT/CQ / Mobile banking (cash payment is not allowed).
এই পরিকল্পের একটি অনন্য বৈশিষ্ট্য এই যে, শিশুর জীবন সুন্দর ও নিরাপদ রাখা এবং শিশুর বিকাশমান জীবনে শিক্ষা নিরাপত্তা বিধানের জন্য এই পরিকল্পটি অনন্য।
এই পরিকল্পের অধীনে বীমাগ্রাহক নিন্মলিখিত সুবিধাগুলি পাবেন-
যদি শিশু ও গ্রাহক উভয়ই মেয়াদ পূর্তি পর্যন্ত জীবিত থাকেন সেক্ষেত্রে বীমা অংক সহ অর্জিত বোনাস পাবেন।
মেয়াদ পূর্তির পূর্বে যদি বীমা গ্রাহকের মৃত্যু হয় সেক্ষেত্রে : অবশিষ্ট প্রিমিয়াম প্রদান মওকুফ হবে। শিশু জীবিত থাকা সাপেক্ষে মেয়াদ পূর্তি পর্যন্ত প্রতি মাসে মূল বীমা অংকের ১% হারে বৃত্তি হিসাবে শিশুকে প্রদান করা হবে
শিশুর মৃত্যুকালীন সময় বয়স | প্রদেয় সুবিধা |
---|---|
৩ মাস থেকে ৬ মাসের মধ্যে হলে | মূল বীমা অংকের ২৫% |
৬ মাস থেকে ১২ মাসের মধ্যে হলে | মূল বীমা অংকের ৫০% |
১২ মাস থেকে ২৪ মাসের মধ্যে হলে | মূল বীমা অংকের ৭৫% |
২৪ মাসের পরে হলে | মূল বীমা অংকের ১০০% |
যদি মেয়াদ পূর্তির পূর্বে বীমা গ্রাহক ও শিশু উভয়ই মারা যায় তাহলে মনোনীতককে বীমা অংক সহ অর্জিত বোনাস প্রদান করা হবে।
* অন্ততঃ দু’বছর প্রিমিয়াম পরিশোধ করার পর পলিসি হ্রাসকৃত বীমায় রুপান্তরিত করার সুবিধা (Paid Up) ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করার সুবিধা রয়েছে।
* এই বীমার অনুকূলে প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।
* মৃত্যুদাবির টাকাও আয়কর মুক্ত ।
* এ পরিকল্পে প্রিমিয়াম দাতা হবেন পিতা,মাতা। অথবা অন্য কোন আইনানুগ অভিভাবকও প্রিমিয়াম দাতা হতে পারবেন। * বীমা গ্রহনকালে শিশুর সর্বসনিম্ন ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ৩ মাস এবং ১৫ বৎসর। কিন্তু মেয়াদ পূর্তিতে শিশুর বয়স সর্বোচ্চ ২৫ বৎসর । প্রিমিয়াম দাতার বয়স ২০ থেকে ৬০ বৎসরের মধ্যে হতে হবে। * এই পরিকল্পে বীমা অংক সর্বোচ্চ ৫০, ০০,০০০(পঞ্চাশ লক্ষ) টাকা। এই পরিকল্পের মেয়াদ হবে ১০-২৫ বছর।
অবলিখন চাহিদাদি কোম্পানীর ঘোষিত অবলিখন নীতিমালার উপর নির্ভর করবে এবং ৩০ দিনের অনুগ্রহ কাল প্রযোজ্য হবে।
প্রিমিয়াম বার্ষিক ভিত্তিতে প্রদেয়, তবে ষান্মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতেও প্রদান করা যায়, সেক্ষেত্রে প্রিমিয়াম হিসাব নিম্নরূপ:
ষান্মাষিক প্রিমিয়াম = বার্ষিক প্রিমিয়াম X ০.৫১
ত্রৈমাসিক প্রিমিয়াম = বার্ষিক প্রিমিয়াম X ০.২৬
মাসিক প্রিমিয়াম = বার্ষিক প্রিমিয়াম X ০.০৯